‘হেট স্টোরি ২’ এর পর এবার আগামী সিনেমা ‘ক্রিয়েচার ৩ডি’ সিনেমায় রগরগে উত্তেজক দৃশ্যে পর্দায় ঝড় তুলতে যাচ্ছেন সুরভীন চাওলা।
‘ক্রিয়েচার ৩ডি’ সিনেমার প্রোমোশনাল গান রিলিজ হলো।
এ গানে সুরভীন উদ্যাম শরীরী ভঙ্গি যে দর্শকদের নজর কাড়বে, সে বিষয়ে সন্দেহ খুব একটা নেই।
‘মহব্বত বরসা দে’ গানে চেনা ছন্দেই হাজির হয়েছেন সুরভীন।
‘হেট স্টোরি ২’ তে যেখানে জয় ভানুশালীর সঙ্গে রোমান্স করেছিলেন সুরভীন সেখানে নতুন সিনেমায় তার বিপরীতে রয়েছেন রজনীশ দুগগল।
বলিউডে হট পারফরমেন্সের জন্য সানি লিওন এখন শীর্ষে রয়েছেন।
কিন্তু সুরভীনের পর পর ২টি সিনেমায় এ ধরনের পারফরমেন্স দেখে মনে করা হচ্ছে বলিউডে সানিকে টেক্কা দেয়ার লড়াই জোরদার হতে চলেছে।


No comments:
Post a Comment