বলিউডে আরেক পর্নো তারকার অভিষেক

www.need365.blogspot.com

সানি লিওনের পর এবার পর্নো তারকা শান্তি ডিনামাইট বলিউডে পা রাখতে চলেছেন। এজাজ খানের সিনেমা ‘আই লাভ দুবাই’-তে দেখা যাবে তাকে।

‘আই লাভ দুবাই’য়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে শান্তি বলেন, ‘বলিউডে কাজ করার স্বপ্নটা আমার অনেক দিনের। স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। আশা করি বলিউড দর্শকরা আমাকে পছন্দ করবে।’





‘রেডি’, ‘থ্যাঙ্ক ইউ’, ‘নো প্রবলেম’ ‘চল মেরে ভাই’য়ের মত ছবির গল্প লিখিয়ে ইমাম আখতার ‘আই লাভ দুবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালনা শুরু করছেন।

শান্তি ডিনামাইটের ভালো নাম সোফিয়া। এর আগে ব্রিটিশ এই পর্নো তারকা ইউকে টেলিভিশনে এক অ্যাডাল্ট চ্যাট শোয়ের উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন।

No comments:

Post a Comment