পর্ন শিল্পে এইডস !


www.need365.blogspot.com


সত্যিই পর্ন ইন্ডাস্ট্রিতে ধস। এক পর্ন স্টারের HIV পজিটিভ ধরা পড়ার পর লস অ্যাঞ্জেলেসের পর্ন ইন্ডাস্ট্রির প্রোডাকশান স্থগিত করা হয়েছে।

 বৃহস্পতিবার ফ্রি স্পিচ কোয়ালিশন সমস্ত প্রোডাকশান স্থগিত রাখার ডাক দিয়েছে।

সংস্থার সিইও ডায়ান ডিউক জানিয়েছেন, আক্রান্ত সত্যিই HIV পজিটিভ কি না, তা জানার জন্য আরও পরীক্ষা চলছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে আপাতত সমস্ত ফিল্মের শুটিং বন্ধ রাখা হয়েছে।

 তবে কোনো পর্নস্টার HIV আক্রান্ত, তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি।


www.need365.blogspot.com




২০১৪ সালে এই প্রথম, কারও HIV ধরা পড়েছে। এর আগে ২০১৩ সালে তিনজনের HIV ধরা পড়েছিল। গত বছর মাল্টিমিলিয়ন ডলার পর্ন ইন্ডাস্ট্রি বাধার সম্মুখীন হয়েছিল।

 সে সময় ক্যামেরন বে এবং রোড ডেলির HIV ধরা পড়েছিল। তখন ২ সপ্তাহের জন্য প্রোডাকশান বন্ধ রাখা হয়েছিল। তাঁদের সেক্স পার্টনারের শারীরিক পরীক্ষার পর ফের শুটিং শুরু হয়।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন একটি আইন পাশ করায়, যেখানে লস অ্যাঞ্জেলেসের পর্নস্টারদের কন্ডোম ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

 খবর প্রকাশ্যে আসার পর ফাউন্ডেশনের তরফে এই ঘটনাকে 'দুঃখজনক পুনরাবৃত্তি' বলে মন্তব্য করা হয়েছে।

এবার সারা রাজ্যজুড়ে এই সমস্যার মোকাবিলা করার প্রয়োজন বলে মনে করছে ফাউন্ডেশন।

No comments:

Post a Comment