খদ্দেরের .... কামড়ে নিল যৌনকর্মী !


 www.need365.blogspot.com

যৌনকর্মীর সাথে চুক্তির বরখেলাপ করে ধরা খায় হান্নান মিয়া(৩০) নামে এক খদ্দের। চুক্তির বাইরে একাধিক খদ্দের দ্বারা রাতভর মনোরঞ্জন দিতে বাধ্য করানোর চেষ্টা করা হলে বাধ সাঁধে ওই পতিতা।

এক সময় ওই খদ্দের জোর পূর্বক পতিতার উপর ঝাপিয়ে পড়লে ক্ষিপ্ত যৌনকর্মী খদ্দেরের জিহ্বা কর্তন করে দৌড়ে পালিয়ে যায়। আর্তচিৎকারে লোকজন ছুটে এসে খদ্দের হান্নানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আজ শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সৈয়দ ভাকুরী গ্রামে।


 www.need365.blogspot.com

খবর পেয়ে ওই এলাকায় গিয়ে জানা যায়,উপজেলার   ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈয়দ বাকুরী গ্রামের মৃত ক্বারী রুস্তম আলীর ছেলে মো. হান্নান মিয়া এলাকার চিহ্নিত বখাটে।

এলাকার স্কুল ছাত্রীসহ অনেক নারীদের উত্ত্যক্তসহ নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুয়ারো ও মাদকসেবী হিসেবেও  ব্যাপক পরিচয় রয়েছে তার।

 দূরদূরান্ত থেকে যৌনকর্মীদের এনে নিজবাড়ির জঙ্গলে অপকর্মের ঘটনা এলাকার সকলেই জানেন। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

 www.need365.blogspot.com



প্রতিবেশী আব্দুর রাশিদ,ইন্নছ আলীসহ অনেকেই জানান,গতকাল শুক্রবার সকাল থেকে অচেনা এক যুবতিকে নিয়ে এলাকায় ঘুরাফেরা করে হান্নান।

পরে জানতে পারেন রাতে জঙ্গলের পিছনে নিয়ে আড্ডায় মেতেছে হান্নান। শনিবার ভোরে জানতে পারেন হান্নানের জিহ্বা কেটে পালিয়েছে ওই যুবতি। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।





জানা যায়,ওই যৌনকর্মী খদ্দের হান্নানের জিহ্বা কর্তনের পর  অর্ধবিবস্ত্র অবস্থায় শনিবার ভোরে দৌড়ে গিয়ে আশ্রয় নেয় পাশের জনৈক সূরুজ আলীর বাড়িতে।

 তখন তিনি তাকে একটি কাপড় দিয়ে সহযোগিতা করেন। সুরুজ আলী ওই যৌনকর্মীর উদ্ধৃতি দিয়ে জানান, ভয় দেখিয়ে হান্নান তার উপর ঝাপিয়ে পড়ে জোর পূর্বক ধর্ষণের সময় বাধা না মানলে উপায় না দেখে হান্নানের হাত থেকে বাঁচতে জিহ্বা কামড়ে কেটে রেখে দেয়।

এ ঘটনাটি প্রচারের পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment