শহিদের সাথে অন্তরঙ্গে শ্রদ্ধা



www.need365.blogspot.com



একের পর এক ছবিতে ‘লিপ লক’-এ ফেমাস হচ্ছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর।

 বিশাল ভরদ্বাজ পরিচালিত আগামী ছবি ‘হায়দার’-এর একটি গানে শহিদের সঙ্গে লিপ লকে দেখা গেল শ্রদ্ধাকে।

কাশ্মীরী ব্যাকড্রপে ‘খুল কভি তো’ গানে রোমান্স করছেন শহিদ-শ্রদ্ধা।

গানের শুরুতেই রয়েছে লিপ লকের সেই দৃশ্য ।


www.need365.blogspot.com

 সুরসম্রাট গুলজারের লেখা এই গানে কাশ্মীরের তুষারপাতে লিপ লক সিন ছবির একটি ম্যাজিক মোমেন্টও বটে।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি টু’-তে মদ্যপ আদিত্য রয় কাপুরের সঙ্গে লিপ লক মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের।

শ্রদ্ধার দ্বিতীয় ছবি ‘এক ভিলেন’-এ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে লাভ মেকিংও ছিল বেশ রোমান্টিক।

 আর ‘হায়দার’-র লিপ লক ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।





‘হায়দার’ ছবিতে সম্পূর্ণ লাভ মেকিং-র দৃশ্যেও নাকি দেখা যেতে পারে এই জুটিকে।

আরও জানা যাচ্ছে শ্রদ্ধা নাকি প্রথমে খুবই অস্বস্তিবোধ করছিল ঘনিষ্ঠ অবস্থায় লিপ লকের শুট করতে।

পরে পরিচালকের হস্তক্ষেপে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রোমান্টিক লাভ মেকিং সিন।

No comments:

Post a Comment