বলিউড তারকাদের ‘অন্তরঙ্গ দৃশ্য’ !




বেশীর ভাগ সময়ই অভিনেতা-অভিনেত্রীদের কাহিনী, চরিত্র এবং সিনেমার খাতিরে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়। তবে এমন দৃশ্যে অভিনয় করার ব্যাপারে অনেক সময় অনেকের ভীষণ সংকোচ থাকলেও এই দৃশ্যই অনেক অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে আসে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

এ অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কী ভাবেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। জেনে নেই এই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিছু তারকাদের অভিমত বা ভাবনা।

দীপিকা পাডুকোন-রণবীর কাপুর :



বলিউডের এই তারকাদ্বয় তাদের প্রেম এবং বিচ্ছেদ নিয়ে বরাবরই আলোচিত। তবে প্রেমের সম্পর্কে বিচ্ছেদের পরেও একে অপরের বিপরীতে অভিনয় এমন কি অন্তরঙ্গ দৃশ্য করতেও কোন রকম সংকোচ বোধ করেনা।



সম্প্রতি এই তারকা জুটি জানান, সিনেমাতে একে অপরের বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যগুলো করতে আমরা একেবারেই সংকোচবোধ করিনা, তবে অনেকেই মনে করেন আমাদের বিচ্ছেদ এমন দৃশ্য করতে আমাদের বাধা দেয়।

 কিন্তু মজার ব্যাপার হল রণবীর-দীপিকা এমন দৃশ্যগুলোতে একে অপরকে প্রেমিক-প্রেমিকা ভাবতে শুরু করেন এবং দৃশ্যায়নও বেশ সহজ হয়ে যায় এবং দৃশ্যটি অত্যন্ত প্রানবন্ত হয়ে ওঠে।

মনীষ পাল :



ভিকি ভাইরাস সিনেমায় প্রথম তাকে ভক্তরা এমন বোল্ড আবতারে দেখল। কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করলেও তাকে যে এমন দৃশ্যে অভিনয় করতে দেখবে দর্শক কিন্তু ভাবনার অতীত ছিল।

 তবে এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে সংকোচবোধ হয়েছে কিনা এমন প্রশ্নে মনীষের ভাষ্য, সিনেমার খাতিরে এমন দৃশ্যে অভিনয় করা আমার কাছে দোষের কিছু নয়।

অন্তরঙ্গ দৃশ্যগুলোতে অভিনয়ে আমি একেবারেই সংকোচবোধ করিনা। আর এই দৃশ্যের খাতিরে আমাকে শার্টও খুলতে হয় আর বুঝতেই তো পারছেন যখন শার্ট খুলে ফেলার কথা উঠছে তখন নিজের ফিজিকটা কতোখানি গুরুত্বপূর্ণ। আর এমন দৃশ্যে অভিনয় করার পর ভক্তরা আমাকে কমেডিয়ান নয় বরং একজন নায়ক ভাবতে শুরু করেছে।

পুজা চোপড়া :



‘কমান্ডো’ এ ওয়ান ম্যান আর্মি’ সিনেমা দিয়ে এই অভিনেত্রীর বলিউডে আগমন। তবে সংকোচ তো একটু থাকবেই, প্রথম সিনেমাতেই যদি থাকে একটি অন্তরঙ্গ দৃশ্য?

সিনেমার সবই তো ঠিক ছিল কিন্তু যখন এই অভিনেত্রী জানতে পারেন ড্যাশিং হিরো বিদ্যুতের বিপরীতে সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে তখনই বাধে বিপত্তি এবং সারাসরি পরিচালককে না করে দেন। তিনি কোন নায়কের বিপরীতে এমন দৃশ্যে তো দূরের কথা বিকিনি পর্যন্ত পরবেন না বলে জানান।

 এর পেছনে যুক্তি দেখান, আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি এবং পারিবারিক রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে আমি এমন কোন দৃশ্যে অভিনয় করতে পারব না যা আমার পরিবারকে নানা প্রশ্নের সমুক্ষীন করবে।

সোনাল চৌহান :




এই অভিনেত্রীকে বরাবরই চুম্বন আর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখে আসছি আমরা। কিন্তু মজার ব্যাপার হলো এই অভিনেত্রীর বিকিনি পরা এবং চুম্বন দৃশ্যসহ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে দ্বিধা ছিল।



 পরিচালকের কাছ থেকে সব কিছু জেনে তবেই তিনি এমন দৃশ্যে অভিনয় করতেন। তবে এখন এমন দৃশ্যে অভিনয় নিয়ে এই অভিনেত্রীর কোন সংকোচ কাজ করেনা।

পুনম পাণ্ডে :

 www.need365.blogspot.com


অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা হচ্ছে আর এ তালিকা থেকে বাদ পড়বেন বলিউডের বিতর্কিত তারকা পুনম পাণ্ডে,এটা কি আর হয়? যিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত ছবিসহ নগ্ন ছবি প্রকাশ কড়া নিয়ে ব্যস্ত থাকেন তার জন্য অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাতো কোন ব্যাপারই নয়।

তিনি জানান এমন দৃশ্যে অভিনয় করা নিয়ে আমার ভেতর উত্তেজনা কাজ করে। আর এমন দৃশ্যে অভিনয় যদি আমি সাচ্ছন্দে করতে পারি তবে তা পর্দায় দ্যুতি ছড়াবে তাতে কোন সন্দেহ নেই।

No comments:

Post a Comment